শ্রী গৌরগণ - পরিচয়
পঞ্চতত্ত্ব
১| ভক্তরূপ - স্বয়ং শ্রীগৌরাঙ্গ
২| ভক্তস্বরূপ - শ্রীনিত্যানন্দ
৩| ভক্তাবতার - শ্রীঅদ্বৈত আচার্য্য
৪| শ্রী গদাধর - দামোদর রামানন্দাদি
৫| ভক্ত্যাখ্য বা শুদ্ধভক্ত - শ্রীবাসাদি
ছয় চক্রবর্তী
১| শ্রীবাস
২| গোকুলানন্দ
৩| শ্যামদাস
৪| শ্রীদাস
৫| গোবিন্দ
৬| রামচরণ
অষ্ট কবিরাজ
১| রামচন্দ্র
২| গোবিন্দ
৩| কর্ণপুর
৪| নৃসিংহ
৫| ভগবান
৬| বল্লভদাস
৭| গোকুল
৮| গোপীরমন
ছয় গোস্বামী
১| রূপ (রূপমঞ্জরী)
২| সনাতন (লবঙ্গমঞ্জরী)
৩| রঘুনাথ ভট্ট (রামমঞ্জরী)
৪| শ্রীজীব (বিলাসমঞ্জরী)
৫| গোপাল ভট্ট (গুয়ামঞ্জরী)
৬| রঘুনাথ দাস (রতিমঞ্জরী)
স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীরাধার ভাব-কান্তিসহ নবদ্বীপে শ্রীচৈতন্যরূপে অবতীর্ণ হইয়াছেন, ব্রজের প্রিয় গোপ-গোপী এবং দেবগণ পার্ষদরূপে অবতীর্ণ হইয়াছেন| তাহাদের পরিচয়....
শ্রীগৌরাঙ্গ - শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা মিলিত
নিত্যানন্দ - বলরাম
অদ্বৈত - মহাবিষ্ণু বা সদাশিব
জগন্নাথ মিশ্র - নন্দ
শচীদেবী - যশোদা
গদাধর - শ্রীরাধার ভাবময় বিগ্রহ
শ্রীবাস - নারদ
মুরারি গুপ্ত - হুনুমান
কেশব ভারতী - অক্রুর
বাসুদেব সর্ব্বভৌম - বৃহস্পতি
কৃষ্ণদাস কবিরাজ - শুকদেব
পুণ্ডরীক বিদ্দ্যানিধি - বৃষভানু
নীলাম্বর চক্রবর্তী- গর্গাচার্য
বৃন্দাবন দাস - বেদব্যাস
গঙ্গাদাস - দুর্ব্বাস
হাড়াই পন্ডিত - বসুদেব
গোপীনাথাচার্য - ব্রহ্মা
পরমানন্দ পুরী - উদ্ধব
জগদীশ, হিরণ্য - যজ্ঞপত্নী
স্বরুপদামোদর - ললিতা +
রামানন্দ রায় - বিশাখা +
শিবানন্দ সেন* - চিত্রা বা বীরাদূতি
বসু রামানন্দ - চম্পকলতা বা কলকন্ঠী
মাধব ঘোষ - তুঙ্গবিদ্যা বা রসোল্লাস
গোবিন্দানন্দ ঠাকুর - ইন্দুরেখা
গোবিন্দ ঘোষ - রঙ্গদেবী বা কলাবতী
বাসুদেব ঘোষ - সুদেবী বা গুন্তুঙ্গা
অভিরাম - শ্রীদাম
সুন্দরানন্দ - সুদাম
ধনঞ্জয় পন্ডিত - বসুধাম
গৌরীদাস - সুবল
শ্রীধর পন্ডিত - মধুমঙ্গল
উদ্ধারণ দত্ত - সুবাহু
সদাশিব কবিরাজ - চন্দ্রাবলী
হরিদাস - ঋচীক মুনিপুত্র ব্রহ্মা
মুকুন্দ দাস - বৃন্দা দাস
লক্ষ্মীদেবী - রুক্মিণী
জগদানন্দ - সত্যভামা
সীতাদেবী - যোগমায়া
প্রতাপরুদ্র - ইন্দ্রদ্যুম্ন
+ মতান্তরে স্বরুপদামোদর বিশাখা এবং রামানন্দ রায় ললিতা|
* মতান্তরে বনমালী কবিরাজ- চিত্রা, রাঘব গোস্বামী- চম্পকলতা, গদাধর ভট্ট- রঙ্গদেবী, অনন্ত আচার্য- সুদেবী, কৃষ্ণদাস ব্রহ্মচারী- ইন্দ্রুরেখা|
তথ্যসূত্র:- কৃষ্ণদাস গোস্বামী বিরচিত 'শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত' [দেব সাহিত্য কুটীর প্রাইভেট লিমিটেড, কলকাতা]
No comments:
Post a Comment